২ এপিবিএনের অভিযানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো বুধবার প্রকৃত মালিকদের ফেরত দেয় ২ এপিবিএন। ছবি: বাংলাদেশ পুলিশ

দেশের বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৪৫টি মোবাইল এবং ভুলক্রমে চলে যাওয়া চারটি অ্যাকাউন্টের ৮১ হাজার টাকা উদ্ধার করে বুধবার মালিকদের ফেরত দিয়েছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

২ এপিবিএন জানায়, দেশের ৪৫টি থানায় হওয়া সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে বিভিন্ন ব্র্যান্ডের ফোনগুলো উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ১০ লাখ ৮৭ হাজার ১৪২ টাকা।

এদিকে বিকাশ ও নগদ অ্যাকাউন্টে ভুলক্রমে চলে যাওয়া টাকার বিষয়ে চারটি থানায় হওয়া জিডি হয়। এর পরিপ্রেক্ষিতে ৮১ হাজার টাকা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ডিভাইস ও টাকা ২ এপিবিএনের অধিনায়কের (অতিরিক্ত ডিআইজি) উপস্থিতিতে বুধবার প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।