পুলিশের হেফাজতে গ্রেপ্তার দুই আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার পাইকপাড়া এলাকা থেকে ছাগল চুরির অভিযোগে দুই চোরকে গ্রেপ্তার করেছে আরএমপির এয়ারপোর্ট থানা-পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে চুরি হওয়া একটি ছাগল উদ্ধার এবং তাঁদের অটোরিকশাটি জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. সাঈদ ইসলাম (২১) ও মো. আশিক ইসলাম ওরফে আদেশ (১৯)। সাঈদ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটী খরবোনা গ্রামের মৃত মহর আলীর ছেলে ও আশিক একই থানার তালাইমারী বালুরঘাট এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে।

জানা যায়, ৯ মে বেলা সোয়া ২টায় আসামি সাঈদ ও আশিক নগরীর এয়ারপোর্ট থানার পাইকপাড়া এলাকার সালাউদ্দিনের একটি ছাগল তাঁর বাড়ির সামনে থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে চিৎকার শুরু করেন। তখন আসামিরা ছাগলটি অটোরিকশায় তুলে পালিয়ে যেতে থাকেন। এদিকে পাশেই ডিউটি করছিলেন এয়ারপোর্ট থানার এসআই মো. শরিফুল ইসলাম ও তাঁর টিম। খবর পেয়ে তিনি স্থানীয়দের সহযোগিতায় আসামিদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় চুরির মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।