চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার তিন আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

চুয়াডাঙ্গায় পুলিশ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার মাস্টারমাইন্ডসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় ২২ জানুয়ারি (রোববার) অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামিদের নাম মো. মুন আহমেদ ইমন (২৫), মো. আকিব হোসেন (২৪) এবং মো. সম্রাট আলী ওরফে কামরান (২৬)।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানায়, ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার ও অপরাধ নিবারণের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের একটি দল ২২ জানুয়ারি রাত সোয়া ১১টার দিকে সদর থানার দৌলতদিয়ার দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ই-ট্রানজেকশনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার অপরাধে মুন আহমেদ ইমন, আকিব হোসেন ও সম্রাট আলীকে গ্রেপ্তার করেছে।

আসামিদের কাছ থেকে একটি আইফোন, একটি সিম্ফনি ও দুটি রিয়েলমি স্মার্টফোন এবং জুয়ার কাজে ব্যবহৃত বিকাশের ২ হাজার ১২ টাকা জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।