করোনাভাইরাস I প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে। ৩০ জানুয়ারি (রোববার) সকাল ৮টা থেকে ৩১ জানুয়ারি (সোমবার) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাঁরা মারা যান। খবর আজকের পত্রিকার।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুজন করে রোগী মারা গেছেন। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। সবাই করোনার উপসর্গে ভুগছিলেন। নমুনা পরীক্ষার আগেই তাঁরা মারা গেছেন।

এদিকে ৩০ জানুয়ারি জেলার ৪৬৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে ১৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৮২ শতাংশ।