রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গ্রেপ্তারকৃত চাঁদাবাজ। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজশাহী মহানগরীতে পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগে এক চাঁদাবাজকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছদ্মবেশ ধারণ করে ২৯ জানুয়ারি তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। খবর আরএমপি নিউজের।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. বাবু ওরফে কট্টি বাবু (৩৮)।

আরএমপি জানায়, কয়েকজন চাঁদাবাজ ও সন্ত্রাসী নগরীর সাহেব বাজারের আবাসিক হোটেল থেকে গোয়েন্দা পুলিশের নামে মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। এক আবাসিক হোটেল মালিকের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে। দলটির সদস্যরা ২৯ জানুয়ারি (শনিবার) রাত পৌনে ১০টার দিকে ছদ্মবেশে হোটেল সুরমায় অবস্থান নেন। এ সময় চাঁদাবাজ বাবু ওই হোটেলে গেলে ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।