ভুক্তভোগী শিশুকে উদ্ধারের একটি মুহূর্ত। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ময়মনসিংহের ত্রিশালে একটি মাদ্রাসার পাঁচতলার কার্নিশে আটকে পড়া এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বুধবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার ৯৯৯ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, ময়মনসিংহের ত্রিশালের মাদ্রাসাতুল ইদকান মাদ্রাসার পাঁচতলার ছাদের কার্নিশে আটকা পড়েছে হিফজ বিভাগের এক ছাত্র। এমন অবস্থায় শিশুটিকে উদ্ধারে সহায়তা প্রয়োজন।

জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাদেকুর রহমান জানান, শিশুটিকে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।