ফায়ার সার্ভিসের কর্মীদের হেফাজতে উদ্ধার হওয়া শিশু। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘরের কক্ষে আটকে পড়া তিন বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছেন পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা।

মঙ্গলবার (৩ অক্টোবর) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী সদর থানাধীন শান্তিবাগ এলাকার বাসিন্দা তুষার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাঁর বাড়ির গৃহকর্মীর সন্তান ঘরের একটি কক্ষের দরজা লাগিয়ে আর খুলতে পারছে না। অনেক চেষ্টা করেও দরজা খোলা যায়নি। শিশুটি ভয়ে কান্নাকাটি করছে। এমন অবস্থায় শিশুটিকে উদ্ধারে সাহায্য প্রয়োজন।

জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে।