সিলেটে আটক দুই নেপালি। ছবি: পুলিশ নিউজ

বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় দুই নেপালিকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা।

৯৯৯ নম্বরে কল পেয়ে গত শুক্রবার রাত ৭টা ৪০ মিনিটে আম্বরখানা এলাকার ডিঙ্গি রেস্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করা হয়।

ঘটনাস্থল এয়ারপোর্ট থানাধীন হওয়ায় ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করেন আম্বরখানা পুলিশ ফাঁড়ির সদস্যরা। জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক দুজন নেপালের ভোজপুরের আর এম আমচক এলাকার জয় বাহাদুর কামি (৪৮) ও তাঁর ১০ বছর বয়সী ছেলেশিশু।

ঘটনাস্থলে অবস্থান বা আসার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, কাজের সন্ধানে অজ্ঞাতনামা ভারতীয় নাগরিকের সহায়তায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার বড়ছড়া সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। শনিবার বড়ছড়া থেকে তামাবিল সীমানা দিয়ে গুয়াহাটির উদ্দেশে সিলেটে আসে তারা।

ভারত থেকে বাংলাদেশের বড়ছড়ায় অনুপ্রবেশের সময় জয় বাহাদুর কামি দুই পায়ে আঘাত পাওয়ায় এবং দুজনই শারীরিকভাবে অসুস্থ থাকায় তাদের সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অনুপ্রবেশ করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।