উদ্ধার করা স্বর্ণালংকার ও টাকা। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে চুরি যাওয়া ১৭ ভরি স্বর্ণালংকার এবং ৫৩ হাজার টাকা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ। এ সময় মো. আসাদ নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে আজিমপুর নতুন স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে কল করে চুরির বিষয়টি জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের লালবাগ বিভাগের বিভিন্ন ইউনিট। চুরির বিষয়ে ভবনের দারোয়ান ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে দেখা যায়, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা বিপরীত দিকে ঘুরানো ছিল। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই ভবনের গাড়িচালক মো. আসাদকে শনাক্ত করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।

জিজ্ঞাসাবাদে আসাদ জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভবনের বিভিন্ন সিসিটিভি ক্যামেরা ইচ্ছাকৃতভাবে ঘুরিয়ে রাখেন, যাতে চুরির কোনো ফুটেজ না পাওয়া যায়। এক পর্যায়ে সুযোগ পেয়ে ওই ফ্ল্যাট থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ভবনের পাশে রাখা একটি বস্তা থেকে স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়।

লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. জাফর হোসেন জানান, আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।