ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে উদ্ধার করা চুরি যাওয়া মোটরসাইকেল। ছবি: বাংলাদেশ পুলিশ

আজ বুধবার ভোর সাড়ে পাঁচটায় আরিফুল হক নামের এক ব্যক্তি কিশোরগঞ্জের ভৈরব থানাধীন রঘুনাথপুর থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার একটি মোটরসাইকেল রাতের কোনো এক সময় বাসার গ্যারেজ থেকে তালা ভেঙে চুরি হয়ে গেছে। মোটরসাইকেলটিতে সংযোজিত জিপিএস লোকেশন ট্র্যাকারের মাধ্যমে তিন দেখতে পাচ্ছিলেন মোটরসাইকেলটি বর্তমানে ব্রাহ্মনবাড়িয়ার কসবা থানাধীন শাহাপুর এলাকার কাছাকাছি চলন্ত অবস্থায় আছে।

৯৯৯ কলটেকার কনস্টেবল আরিফুল ইসলাম তাৎক্ষণিকভাবে ব্রাহ্মনবাড়িয়া জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ এবং কসবা থনায় বিষয়টি জানিয়ে উদ্ধারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পরবর্তীতে ৯৯৯ ডিসপাচার এসআই মহসিন কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে পুলিশের তৎপরতার আপডেট নিতে থাকেন।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে কসবা থানা পুলিশের একটি দল শাহাপুর বাজার মসজিদের সামনে মোটরসাইকেলটি রাস্তার পাশে থামানো অবস্থায় উদ্ধার করে। পুলিশের তৎপরতা টের পেয়ে রাস্তার পাশে মোটরসাইকেলটি ফেলে চোর পালিয়ে যায় বলে ধারনা করা হচ্ছে। কসবা থানার এসআই এমদাদ ৯৯৯ কে বিষয়টি নিশ্চিত করেন। মোটরসাইকেল চোরকে গ্ৰেপ্তারের চেষ্টা চলছে।