লিফটে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে উত্তরা ফায়ার স্টেশনের একটি দল। ছবি: পুলিশ নিউজ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে রাজধানীর উত্তরার একটি বহুতল ভবনের লিফটে আটকে পড়া সাতজনকে উদ্ধার করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল।

সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে ৯৯৯ নম্বরে কল করে শাফায়েত হোসেন নামের এক ব্যক্তি জানান, উত্তরা ১২ নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়কের একটি বহুতল ভবনের লিফটে তিনিসহ সাতজন আটকা পড়েছেন। ভবনের নিরাপত্তাকর্মীরা লিফটের দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। গরমে তাঁদের দম বন্ধ হয়ে আসছিল। তিনি দ্রুত উদ্ধার তৎপরতার জন্য অনুরোধ জানান।

জাতীয় জরুরি সেবার কল অপারেটর তাৎক্ষণিকভাবে উত্তরা ফায়ার স্টেশনে বিষয়টি জানান।

খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে হাইড্রলিক স্প্রেডার ব্যবহার করে লিফটে আটকে পড়া সাতজনকে উদ্ধার করা হয়।