বিলের ঝোপে পড়ে ছিলেন এক বৃদ্ধা। এক তরুণ তাঁকে দেখে ফোন করেন জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ। খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করেছে। ময়মনসিংহের নান্দাইল থানা এলাকায় ২০ মে (শনিবার) ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানায়, নান্দাইলের মুশুলি ইউনিয়নের ভারুয়া বিলের ঝোপে পড়ে ছিলেন ওই বৃদ্ধা। উদ্ধারের পর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, কয়েক দিন অনাহারে থাকায় তিনি দুর্বল হয়ে পড়েছেন। তাঁর চিকিৎসা চলছে। ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধাকে কেউ ওই বিলে ফেলে গেছেন।

নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল মিয়া বলেন, ৯৯৯ থেকে কল পেয়ে তিনি দুজন উদ্ধারকারী নিয়ে ঘটনাস্থলে যান। ভারুয়া বিলে চারপাশে পানি আর কচুরিপানা। মাঝখানে ঝোপঝাড়। ওই ঝোপে বৃদ্ধা পড়ে ছিলেন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হওয়ার পর তাঁর পরিচয় জানার চেষ্টা করা হবে।