সোনাইমুড়ী থানা-পুলিশের হেফাজতে গ্রেপ্তার ডাকাতেরা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইলিয়াছ হোসেন সোহাগ (৩৫), মো. রাশেদ (২৫), মো. সাদ্দাম (২৮), মো. তানিম (২২), আব্দুর রহিম আরফান (২৪), মো. সুমন (২৬), মো. খোকন (২২) ও মো. আল-আমিন (২৭)। তাঁরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

জানা যায়, এসআই বাছির উদ্দিন, এসআই মাসুম রানা, এসআই মোহাম্মদ গিয়াস উদ্দিন, এএসআই ইব্রাহিম ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরের দিকে উপজেলার বজরা এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের ওই আটজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে দুটি পাইপগান, একটি হাতুড়ি, একটি চায়নিজ কুড়াল, দুটি কিরিচ, দুটি মোবাইল ফোন ও দুটি কার্তুজ জব্দ করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।