করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন বিশ্ব। এ ধরন ঠেকাতে নানা দেশ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। এবার সৌদি আরব আফ্রিকার সাত দেশের নাগরিকদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে।

আরব নিউজের বরাত দিয়ে যুগান্তরের খবরে বলা হয়, সৌদির নিষেধাজ্ঞা দেওয়া দেশগুলো থেকে কোনো ফ্লাইট সৌদিতে প্রবেশ করতে পারবে না। আবার সৌদির কোনো ফ্লাইটও ওই সব দেশে যাত্রী নিয়ে যাবে না।

ওই সাত দেশ হচ্ছে মালাবি, জাম্বিয়া, মাদাগাসকার, অ্যাঙ্গোলা, কমোরোস, মৌরিতানিয়া, সিশেলস। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ। এর মধ্য দিয়ে আফ্রিকার ১৪ দেশের ওপর সৌদির ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হলো।

তালিকাভুক্ত দেশগুলোর কোনো নাগরিক অন্য একটি দেশে ১৪ দিন না থেকে সৌদিতে প্রবেশ করতে পারবে না।

এ ছাড়া অন্যান্য দেশ থেকে যাঁরা সৌদিতে যেতে চাইবেন, তাঁদের টিকা নেওয়া থাকতে হবে এবং ৫ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

১ নভেম্বরের পর যাঁরা আফ্রিকার দেশগুলো থেকে সৌদিতে প্রবেশ করেছেন, তাঁদের পিসিআর টেস্ট করার নির্দেশ দিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে ওমিক্রন সংক্রমিত রোগী পাওয়া যায়নি।

আফ্রিকার বেশ কয়েকটি দেশে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে। এ কারণে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলও। আর এ ধরন ঠেকাতে জরুরি অবস্থা জারি হয়েছে নিউইয়র্কে।