এপিবিএনের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিলেট, অস্থায়ী হেডকোয়ার্টার্স খাগড়াছড়ি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।

এপিবিএন, সিলেটের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) খো. ফরিদুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় মো. মোস্তফা হারুন (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)-এর তত্ত্বাবধানে ও সহকারী পুলিশ সুপার শেখ দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম ২৪ মার্চ রাত ১০টার সময় কুমিল্লা জেলার সদর থানার ১৮ নম্বর ওয়ার্ডে মো. নাজিম উদ্দিন (৫০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করে।

মো. নাজিম উদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিন বিনা শ্রম কারাদণ্ডের ওয়ারেন্টভুক্ত আসামি।

গ্রেপ্তার আসামিকে জেলহাজতে পাঠানোর জন্য খাগড়াছড়ি সদর থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে।