ক্যাম্পে ৬ রোহিঙ্গা হত্যা মামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন জানে আলমকে সোমবার গ্রেপ্তার করে এপিবিএন। ছবি: পুলিশ নিউজ

কক্সবাজারের উখিয়ায় ৬ রোহিঙ্গা হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন মোহাম্মদ জানে আলমকে (২৫) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গোপন সংবাদের ভিত্তিতে ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত ২২ অক্টোবর গভীর রাতে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় একদল দুর্বৃত্তের হামলায় ৬ রোহিঙ্গা নিহত হয়। এ ঘটনার পর থেকে অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে এপিবিএন।

জানে আলমকে নিয়ে এ ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে জানে আলম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে তদন্তকারী সংস্থা পিবিআইয়ের মাধ্যমে আদালতে পাঠানো হয়, যেখানে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।