রোহিঙ্গা মাঝি আজিম হত্যার ঘটনায় এপিবিএনের হাতে গ্রেপ্তার আসামি। ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মাঝি আজিম উদ্দিনকে হত্যাকাণ্ডের অন্যতম হোতা এবং এজাহারনামীয় আসামি মৌলভী আনাসকে (৪০) গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)।

কক্সবাজারের উখিয়া থানার এফডিএমএন ক্যাম্প-১৯-এ ১৩ জুন (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে আনাসকে গ্রেপ্তার করা হয়।

এপিবিএন জানায়, ৮ এপিবিএনের একটি দল উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১৯-এ অভিযান চালিয়ে আনাসকে গ্রেপ্তার করে। তিনি ক্যাম্প-১৯-এর ব্লক-ডি/৫-এর বাসিন্দা। আসামিকে গ্রেপ্তারের পরপরই উখিয়ার বালুখালীর ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। পরে তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।