ফিল্ডিংয়ের সময় ছয় আটকাতে গিয়ে মাটিতে পড়ে যান স্মিথ। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ায় চলছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় একটি ছয় বাঁচাতে গিয়ে মাটিতে পড়ে যান স্মিথ।

এতে মাথায় আঘাত পেয়ে সাময়িকভাবে অচেতন হয়ে পড়েন অস্ট্রেলিয়ার এই ডানহাতি ব্যাটসম্যান।

রোববার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে স্মিথের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। খবর দ্য ডেইলি স্টারের।

বিবৃতি বলা হয়, আগামী কয়েক দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। এক সপ্তাহের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তাঁকে নিয়ে আপাতত দুশ্চিন্তার কিছু নেই।

তবে স্মিথকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না অস্ট্রেলিয়ান বোর্ড। তাই সতর্কতা অবলম্বন করছে তারা।

স্মিথের প্রসঙ্গে জস হ্যাজেলউড আশ্বস্ত করে জানিয়েছেন, ‘কেউ ডাইভ দিয়ে পড়ার পর যদি দাঁড়িয়ে না ওঠে, সেটা সব সময়ই কিছুটা শঙ্কার। তবে সে এখন আশপাশে হাঁটাহাঁটি করছে। এটা দেখে স্বস্তি লাগছে।’