ইন্দোনেশিয়ায় সমুদ্রসৈকতে ধ্যানরত একদল লোক জোয়ারের ঢেউয়ে ভেসে গেছে। এতে অন্তত ১০ জন মারা গেছেন। খবর বাসসের।

পূর্ব জাভা প্রদেশের পায়ানগান সৈকতে ২৩ জনের দলটি রোববার মধ্যরাতের পরপর হাত ধরাধরি করে ধ্যান করছিলেন।

স্থানীয় পুলিশপ্রধান হেরি পুরনোমো বলেন, তাঁরা সমুদ্রের খুব কাছাকাছি ছিলেন। জোয়ারের ঢেউ এসে তাঁদের ভাসিয়ে নিয়ে গেলে তাঁরা আত্মরক্ষা করতে পারেননি।

সমুদ্র থেকে ১০ মৃতদেহ এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৪০ বছর বয়সী আরও এক ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন।

পুরনোমো বলেন, মুসলিমপ্রধান অঞ্চলে দলটি কী ধরনের আচার-অনুষ্ঠান পালন করছিলেন, তা স্পষ্ট নয়।

তবে এই আচার-অনুষ্ঠানের নেতৃত্বদানকারী ‘আধ্যাত্মিক গুরু’ এই ঘটনায় বেঁচে যান। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।