ডিএমপি ডিবি মতিঝিল বিভাগের অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ব্যক্তি। ছবি: ডিএমপি

রাজধানীর মগবাজার এলাকা থেকে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগ।

গ্রেপ্তারকৃতের নাম মো. রোকনুজ্জামান ওরফে রিপন। গ্রেপ্তারের সময় তাঁর হেফাজত থেকে ৫০ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রমনা মডেল থানার আউটার সার্কুলার রোড এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান ডিএমপি নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কতিপয় মাদক কারবারি রমনা মডেল থানার আউটার সার্কুলার রোডের মগবাজার এলাকায় ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে রোকনুজ্জামানকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সহকারী পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তারকৃত রোকনুজ্জামান দেশের সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে ফেনসিডিল কিনে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

এ ঘটনায় রোকনুজ্জামানের নামে রমনা মডেল থানায় মামলা হয়েছে।