৪৪তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ২৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এবং পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ৮ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে।

ওই পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে বেশ কিছু নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

১. পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার করা যাবে না।

২. কেন্দ্র এলাকার ২০০ গজের মধ্যে মিছিল, সভা-সমাবেশ অনুষ্ঠান, উচ্চস্বরে চিৎকার, হইচই, গান-বাজনা, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

৩. পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ও নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ব্যক্তি এবং তদুপলক্ষে সরকারি দায়িত্ব পালনরত কর্মকর্তা বা কর্মচারীরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।