চলছে প্রশিক্ষণ কোর্স। ছবি: ডিএমপি নিউজের।

ঢাকা মহানগর এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দক্ষ জনশৃঙ্খলা ব্যবস্থাপনার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রেনিং একাডেমিতে দুই দিন মেয়াদি ‘জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও অস্ত্র প্রশিক্ষণ’ কোর্স শুরু হয়েছে।

আজ সোমবার সকালে প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর ডিএমপি নিউজের।

ডিএমপিতে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাদের নিয়ে দুই দিন মেয়াদি এ কোর্সের আয়োজন করে ডিএমপির প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স, ডেভেলপমেন্ট (পিআরঅ্যান্ডএইচআরডি) বিভাগ।