জব্দকৃত গাঁজা। ছবি: ডিএমপি

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে কদমতলী থানার মাতুয়াইল মেডিকেল রোড এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. সোহেল, মো. মাসুদ রানা ও মো. আবু হানিফ।

অভিযানে নেতৃত্ব দেওয়া ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ৪০ কেজি গাঁজা, একটি প্রাইভেট কারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহর ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন তাঁরা।

আসামিদের বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।