গ্রেপ্তার আসামি। ছবি : এসএমপি

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা পুলিশের অভিযানে ভারতীয় বিড়িসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

যেভাবে গ্রেপ্তার

জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু খালেদ মামুন বলেন, সোমবার (১৯ সেপ্টেম্বর) জালালাবাদ থানার সর্ব শিবের বাজার পুলিশ ফাঁড়ির একটি দল গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক জব্দ অভিযান পরিচালনা করছিলেন। ওই সময় বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে শিবের বাজার অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, জালালাবাদ থানাধীন শিবের বাজার পুলিশ ফাঁড়ির অন্তর্গত পিটারগঞ্জ কাঁচা বাজারে একটি দোকানের সামনে কিছু ব্যক্তি ভারতীয় বিড়ি কেনাবেচা করছেন।

পুলিশ পরিদর্শক বলেন, ওই সংবাদের ভিত্তিতে বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় খলিলুর রহমানকে (২১) গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের জালালাবাদ থানার সতর দক্ষিণপাড়া এলাকার ৮ নম্বর ওর্য়াডের বাসিন্দা।

ওই সময় দুজন আসামি পালিয়ে যাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা যায়নি। পলাতক আসামিরা হলেন— সাদিক আহমদ (২৪) ও মো. এলাহী প্রকাশ এলাহী।

গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে জব্দ করা হয় ৩ হাজার শলাকা ভারতীয় বিড়ি।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার ও পলাতক আসামিদের নামে মামলা হয়েছে।