গ্রেপ্তার তিন আসামি। ছবি : এসএমপি

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

এসএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু খালেদ মামুন বলেন, সোমবার (১৯ সেপ্টেম্বর) জালালাবাদ থানা পুলিশের একটি দল মাদক উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার লক্ষ্যে বিশেষ অভিযান চালাচ্ছিলেন। রাত ১১টা ৩৫ মিনিটে দিকে জালালাবাদ থানাধীন তেমূখী পয়েন্টে অবস্থানের সময় খবর আসে যে, জালালাবাদ থানাধীন খুরুমখলা সাকিনে অবস্থিত একটি ঘরের সামনে কিছু ব্যক্তি মাদক নিয়ে অবস্থান করছেন।

ওই সংবাদের ভিত্তিতে রাত ১১টা ৫০ মিনিটের দিকে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় জব্দ করা হয় ৩৭টি ইয়াবা বড়ি।

গ্রেপ্তার আসামিরা হলেন— এমাদ হোসেন (৩২), তিনি সিলেটের জালালাবাদ থানার পীরপুর এলাকার বাসিন্দা। মো. বাদশা মিয়া (৪৯), তিনি একই থানার খুরুমখলা এলাকার বাসিন্দা। শামীম আহমদ (২৯), তিনি ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগর থানার হরষপুর এলাকার বাসিন্দ। তবে বর্তমানে সিলেটের এয়ারপোর্ট থানার বনকলাপাড়া এলাকায় বাস করেন।

পরে এসআই নিহারেনদু তালুকদার গ্রেপ্তার তিন আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।