আটক উজ্জ্বল খান ও মোছা. রোজিনা। ছবি-সংগৃহীত

মানব পাচার ও জাল ভিসা দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুজনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।

আটকেরা হলেন উজ্জ্বল খান ও মোছা. রোজিনা। এ সময় তাঁদের কাছ থেকে জাল ভিসা (গলাকাটা ভিসা), টাকা লেনদেনের চেক ও দলিল জব্দ করা হয়।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে এনএসআই ঢাকা উইং ও মতিঝিল থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, সাতজন ভুক্তভোগীর কাছ থেকে ৩৫ লাখ টাকার বিনিময়ে তুরস্কে পাঠানোর কথা হয় চক্রটির। এখন পর্যন্ত ভুক্তভোগীরা সাড়ে সাত লাখ টাকা তাঁদের হাতে দিয়েছে। টাকা নেওয়ার পর তাঁদের আর বিদেশে পাঠায়নি চক্রটি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা জানিয়েছেন, এমন আরও অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন তাঁরা। সূত্র: জাগো নিউজ।