নেত্রকোনা মডেল থানার অভিযানে বৃহস্পতিবার ভোরে ভারতীয় চিনিসহ গ্রেপ্তার পাঁচ চোরাকারবারি। ছবি: পুলিশ নিউজ

৩৫৫ বস্তা ভারতীয় চিনিসহ পাঁচ চোরাকারবারিকে গ্ৰেপ্তার করেছে নেত্রকোনা মডেল থানা-পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানাধীন মদনপুর ইউনিয়নের চন্দনকান্দী বাজারের নেত্রকোনা-কেন্দুয়া মেইন রোডের ওপর বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পাঁচজন হলেন মো. হাবিবুর রহমান, মো. দ্বীন ইসলাম, সুমন মিয়া, আকাশ মিয়া ও রাসেল মিয়া। তাঁদের হেফাজতে থাকা একটি ট্রাক এবং একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ ভ্যান তল্লাশি করে ৩৫৫টি প্লাস্টিকের বস্তায় ১৭ হাজার ৩৯৫ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চিনি ও ট্রাক জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে চোরাকারবারিরা জানান, নেত্রকোনা জেলার কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে চিনিগুলো এনে কিশোরগঞ্জ নিয়ে যাচ্ছিলেন।

নেত্রকোনা জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের নামে নেত্রকোনা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা করা হয়েছে। নেত্রকোনা জেলায় চোরাচালান নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’