বরিশালের কালিগঞ্জ নৌ ফাঁড়ির অভিযানে উদ্ধারকৃত মাছ এতিমখানা ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়। ছবি: পুলিশ নিউজ

মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে ৩৫ লাখ ৫৭০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে বরিশালের মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ ফাঁড়ি।

নৌ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ শনিবার অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করে।

উদ্ধার হওয়া জালের আনুমানিক মূল্য ৯৯ লাখ ৬ হাজার ৬০০ টাকা।

এ অভিযানে ৪১০ কেজি মাছ জব্দ করা হয়, যেগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ১৭ হাজার টাকা। এ ছাড়া ২৩ জনকে গ্রেপ্তারের পাশাপাশি দশটি হাত বৈঠাচালিত নৌকা ও চারটি ট্রলার জব্দ করা হয়।

উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছগুলো এতিমখানা ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।