বরিশালের হিজলা নৌ ফাঁড়ির অভিযানে জব্দকৃত জাল। ছবি: পুলিশ নিউজ

বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে ৩২ লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় রোববার মা ইলিশ রক্ষা অভিযান-২০২৩ সফল করার লক্ষ্যে একাধিক শিফটে অবৈধ জালবিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ৩২ লাখ ৩০ হাজার ৭০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯ কোটি ৬৯ লাখ ২১ হাজার টাকা।

অভিযানে ৩৭০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৮৫ হাজার টাকা।
অভিযানকালে আটক পাঁচজনের নামে হিজলা থানায় মৎস্য আইনে মামলা করা হয়।

উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছগুলো অসহায়দের মাঝে বণ্টন করা হয়।

অভিযানকালে আটজন অপ্রাপ্ত বয়স্ককে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত ২০টি নৌকা ডুবিয়ে দেওয়া হয়।