জব্দ করা গাঁজা। ছবি: ডিএমপি

রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

ডিএমপি জানায়, বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বারডেম হাসপাতালের সামনে থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন মো. সুমন মিয়া, মো. ইব্রাহীম ও রনি। তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার মো. আজহারুল ইসলাম মুকুল, পিপিএম জানান, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা ঢাকায় এনে বিক্রির জন্য বারডেম হাসপাতালের সামনে অবস্থান করছে মাদক কারবারিরা, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ ভ্যানসহ পালানোর সময় আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।

জব্দ করা পিকআপ ভ্যান। ছবি: ডিএমপি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা, সাভার ও আশুলিয়া এলাকায় সরবরাহ করতেন।

রমনা মডেল থানায় দায়ের করা মামলায় আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।