প্রতীকী ছবি

গত সেপ্টেম্বর ও অক্টোবর ২ মাসে দেশে ৭০৮টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৪৬ জন। এ ছাড়া আহত হয়েছেন ১ হাজার ৫৭ জন।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। খবর দ্য ডেইলি স্টারের।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের মধ্যে ১২১ জন নারী এবং ৯২ জন শিশু।

প্রতিবেদন অনুযায়ী, ৩০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৪৮ জন, যা মোট নিহতের ৪১ দশমিক ১৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৩ দশমিক ৩৬ শতাংশ। ১৯৪ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২২ দশমকি ৯৩ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯১ জন, অর্থাৎ ১০ দশমিক ৭৫ শতাংশ।

এ সময়ে ১৭টি নৌ-দুর্ঘটনায় ২৮ জন নিহত, ৯ জন আহত এবং ১৫ জন নিখোঁজ আছেন। ৩২টি রেলপথ দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণে বলা হয়েছে, ৩০১টি (৪২ দশমিক ৫১ শতাংশ) জাতীয় মহাসড়কে ২৩১টি (৩২ দশমিক ৬২ শতাংশ), আঞ্চলিক সড়কে ১০৫টি (১৪দশমিক ৮৩ শতাংশ) গ্রামীণ সড়কে ৬১টি (৮ দশমিক ৬১ শতাংশ) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ১০টি (১ দশমিক ৪১ শতাংশ) দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণে বলা আরও হয়েছে, দুর্ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ২৫ দশমিক ১৪ শতাংশ, নিহত ২৩ দশমিক ৭৫ শতাংশ, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৪ দশমিক ১২ শতাংশ, নিহত ১২ দশমিক ৪১ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ১৬ দশমিক ২৪ শতাংশ, নিহত ১৭ দশমিক ৭৩ শতাংশ, খুলনা বিভাগে দুর্ঘটনা ১২ শতাংশ, নিহত ১৩ শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৯ দশমিক ৩২ শতাংশ, নিহত ৯ দশমিক ৬৯ শতাংশ, সিলেট বিভাগে দুর্ঘটনা ৭ দশমিক ৬ শতাংশ, নিহত ৭ দশমিক ৯ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ৬ দশমিক ৪৯ শতাংশ, নিহত ৬ দশমিক ৫০ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৯ দশমিক ৬০ শতাংশ, নিহত হয়েছেন ৯ দশমিক ৮১ শতাংশ।