বরিশালের হিজলা নৌ ফাঁড়ির অভিযানে উদ্ধার করা জাল। ছবি: নৌ পুলিশ

মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে ৯ লাখ ৬০ হাজার ৪০০ মিটার কারেন্ট জাল ও ৩৫০ মিটার চায়না জাল উদ্ধার করেছে বরিশালের হিজলা নৌ ফাঁড়ি।

সঙ্গীয় বাহিনীসহ মঙ্গলবার এসব জাল উদ্ধার করেন ফাঁড়ির ইনচার্জ।

উদ্ধার করা কারেন্ট জালের আনুমানিক মূল্য ২ কোটি ৮৮ লাখ ১২ হাজার টাকা। চায়না জালের আনুমানিক দাম ৩৫ হাজার টাকা।

অভিযানে ২০ কেজি মাছ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।

উদ্ধার করা জাল পুড়িয়ে ফেলা হয়। অন্যদিকে মাছগুলো বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়।