অবৈধ জাল আগুনে পোড়ানো হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

চাঁদপুর নৌ থানা-পুলিশের অভিযানে ৭ লাখ ৫০ হাজার ৭০০ মিটার কারেন্ট জাল এবং ১৫৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে। অভিযানে আটক আটজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (১৭ মার্চ) নৌ পুলিশ জানায়, মেঘনা নদীর মিনি কক্সবাজার, রাজরাজেশ্বর, শিলারচর, আনন্দবাজার, সফরমালী ও কানুদি এলাকা থেকে এসব জাল ও মাছ জব্দ করা হয়।

জব্দ করা জালের আনুমানিক দাম ২ কোটি ৫ লাখ ৯ হাজার টাকা এবং মাছের দাম ৪৬ হাজার ৫০০ টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।