নিখোঁজ কিশোরীকে উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের তৎপরতায় নিখোঁজ এক কিশোরীর সন্ধান মিলেছে। বুধবার (৩০ আগস্ট) টহল টিম মেঘলা পর্যটন কেন্দ্রে থেকে ওই কিশোরীকে উদ্ধার করে। পরে ভুক্তভোগীকে বান্দরবান সদর থানায় অভিভাবকের উপস্থিতিতে বুঝিয়ে দেয়া হয়।

এপিবিএন সূত্রে জানা যায়, চট্টগ্রামের আমিরাবাদের বাসিন্দা আবু তালেবের মেয়ে আফরিন তামান্না আলিফাকে (১৫) বাড়ির পাশের এক ভাড়াটিয়া আয়েশা সিদ্দিকা মিথ্যা প্রলোভনের মাধ্যমে বান্দরবানে নিয়ে আসেন। তারা বান্দরবান সদরের হোটেল গ্রীনহীল আবাসিক হোটেলে এক দিন (২৯ আগস্ট) অবস্থান করেছিল বলে হোটেল ম্যানেজার জানান।

এদিকে ২৯ আগস্ট ওই কিশোরীর নিখোঁজ ঘটনার পরিপ্রেক্ষিতে লোহাগড়া থানায় লোহাগড়া থানায় একটি জিডি করা হয়। পরে ২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের সার্বিক নির্দেশনায় নিখোঁজ জিডির সূত্র ধরে আফরিন তামান্না আলিফার খোঁজ শুরু করেন ব্যাটালিয়নের সদস্যরা।

সন্ধানের একপর্যায়ে গত বুধবার (৩০ আগস্ট) ব্যাটালিয়নের টহল টিম মেঘলা পর্যটন কেন্দ্রে দুইজন কিশোরীর গতিবিধি সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে নিখোঁজ হওয়া আলিফাকে শনাক্ত করতে সক্ষম হন তারা। পরবর্তীতে ভিকটিমকে বান্দরবান সদর থানায় অভিভাবকের উপস্থিতিতে বুঝিয়ে দেন বান্দরবানের মেঘলার ২ এপিবিএনের সদস্যরা।