প্রকৃত মালিকের কাছে মোবাইল হস্তান্তর করছেন ৭ এপিবিএন ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল হাসান মো. যায়ীদ। ছবি: বাংলাদেশ পুলিশ

সিলেটের ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৭ এপিবিএন, অস্থায়ী হেডকোয়ার্টার্স খাগড়াছড়ি) ইন্টেলিজেনস, সাইবার ও অপারেশন দলের তৎপরতায় হারানো মোবাইল ফোন ফিরে পেয়েছেন এক ভুক্তভোগী। মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার আশুলিয়া থেকে ফোনটি উদ্ধার করা হয়।

জানা যায়, ঢাকার আশুলিয়া থানার একটি জিডির সূত্র ধরে ৭ এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (অ্যাডজুডেন্ট) আবুল হাসান মো. যায়ীদের নেতৃত্বে হারানো মোবাইল ফোনের সিডিআর পর্যালোচনার ভিত্তিতে ফোনটি উদ্ধার করা হয়।

পরে বুধবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে প্রকৃত মালিকের কাছে মোবাইল ফোন হস্তান্তর করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (অ্যাডজুডেন্ট) আবুল হাসান মো. যায়ীদ।