২ এপিবিএন সদস্যদের হেফাজতে গ্রেপ্তার অনলাইন জুয়ার এজেন্ট। ছবি: বাংলাদেশ পুলিশ

২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (মুক্তাগাছা) ময়মনসিংহের অপারেশন্স অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সদস্যরা অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এক এজেন্টকে গ্রেপ্তার করেছেন। গত সোমবার বিকেল পৌনে ৫টার দিকে টাঙ্গাইলের গোপালপুর থানা এলাকায় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই ব্যক্তি হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি এলাকার বেলায়েত হোসেনের ছেলে সিয়ামুর রহমান সিয়া। এ সময় তাঁর কাছ থেকে একটি ‘1XBet’ অনলাইন জুয়ার আইডি উদ্ধার করা হয়।

আসামি মোবাইল ফোনে রাখা অ্যাপস পর্যালোচনা করে অনলাইনের মাধ্যমে জুয়া পরিচালনা ও খেলার 1XBet অ্যাপসসহ একাধিক অনলাইন জুয়ার অ্যাপস এবং অনলাইনে জুয়া খেলা পরিচালনা করার জন্য টাকা লেনদেনের কাজে ব্যবহৃত Mobicash অ্যাপস পাওয়া যায়।

জানা যায়, ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের নির্দেশনায় এসআই আ. জলিল সঙ্গীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহের অপারেশন্স অ্যান্ড ইন্টেলিজেন্স (২ এপিবিএন-মুক্তাগাছা) শাখার অভিযানে গোপালপুর থানা এলাকা থেকে ওই এজেন্টকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি জানান, দীর্ঘদিন ধরে তিনি অনলাইনের মাধ্যমে জুয়া খেলা এবং অনলাইন জুয়ার ডিলার হিসেবে খেলা পরিচালনা করে আসছেন। প্রাথমিক তদন্তে জানা যায়, আসামির অনলাইন জুয়া খেলা পরিচালনা ব্যতীত প্রদর্শিত কোনো আয়ের উৎস নেই। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে গোপালপুর থানায় প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারাসহ ডিজিটাল নিরাপত্তা আইনের ৩০(২) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।