রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন মার্কিন প্রতিনিধিদল। ছবি: বাংলাদেশ পুলিশ।

ঢাকায় যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল আজ ১৫ আগস্ট কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে। তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

৯ সদস্যর প্রতিনিধিদলটি আজ বেলা ১২টা ৫০ মিনিটে বড়ইতলি চেকপোস্ট হয়ে রোহিঙ্গা ক্যাম্প-১৭ পরিদর্শনের জন্য আসেন।

প্রতিনিধিদলটি ১টা ৫০ পর্যন্ত ক্যাম্প-১৭ এ অবস্থিত পাইলট প্রকল্পের আধুনিক গ্রাম পরিদর্শন করে। এ সময় উপস্থিত প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রোহিঙ্গাদের বাসস্থান, টয়লেটসহ প্রকল্পের অধীনে নির্মিত সেল্টারে গিয়ে সাধারণ রোহিঙ্গাদের সাথে কথা বলেন। পরে প্রতিনিধিদলটি ১টা ৫৫ মিনিটে রোহিঙ্গা ক্যাম্প-১২ এর উদ্দেশে রওনা করেন।

প্রতিনিধিদলের পরিদর্শনের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিনিধিদলের সাথে ১৪ এপিবিএনের মোবাইল টহল সব সময় সাথে ছিল।