একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলিসহ আরসার সদস্যকে গ্রেপ্তার করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। বুধবার (১৪ জুন) রাত পৌনে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ওই ব্যক্তি হলেন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আলী হোসেনের ছেলে মো. ফরিদ (২৮)।

জানা যায়, বুধবার রাতে ১৪ এপিবিএনের আওতাধীন নৌকার মাঠ ক্যাম্প পুলিশ রোহিঙ্গা ক্যাম্প-২/ইস্ট, ব্লক-ই, সাব ব্লক-ই/১০ এলাকায় অভিযান চালিয়ে ওয়ান শুটারগান, গুলিসহ কথিত আরসার সদস্য ফরিদকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরে তাকে উখিয়া থানায় হন্তান্তর করা হয়।