বরিশাল সদর নৌ থানার অভিযানে উদ্ধারকৃত জাল। ছবি: পুলিশ নিউজ

বরিশাল সদর নৌ থানা পুলিশের অভিযানে ২৭ লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল, মাছ জব্দের পাশাপাশি পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় আজ বুধবার অবৈধ জালবিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ৯০ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৭ লাখ ১৫ হাজার টাকা।

জব্দকৃত ৩৯০ কেজি মাছের আনুমানিক মূল্য ১ লাখ ১৭ হাজার টাকা।
এ বিষয়ে বরিশালের কোতোয়ালি মডেল থানায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে একজন আসামির নামে নিয়মিত মামলা করা হয়। অপর চার আসামির নামে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।