ডিবি পুলিশের হেফাজতে গ্রেপ্তার সুমন। ছবি: বাংলাদেশ পুলিশ।

ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা এলাকায় কিশোর সাইদ হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল ২ আগস্ট রাতে সুমন (১৭) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ফুলবাড়িয়া থানাধীন দেওখোলা বাজার হাসপাতাল রোডে গতকাল সকাল সাড়ে ১০টার সময় স্থানীয় একটি কলেজের ছাত্র মো. সুমন (১৭) সহপাঠী বান্ধবীকে উত্ত্যক্ত করা নিয়ে ৭/৮ জন বন্ধুর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সুমন মো. সাঈদ ও মো. শ্রাবণ (১৭) নামের দুজন বন্ধুকে চাকু দিয়ে আঘাত করলে তারা গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় জনগণ তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিকেল সাড়ে ৪টার দিকে সাঈদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় কর্তব্যরত চিকিৎসক সাঈদকে মৃত ঘোষণা করেন।

সাইদের মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টার মধ্যে রাত ১১টা ৪০ মিনিটে মো. সুমনকে ময়মনসিংহ শহরের স্টেশন রোড এলাকা থেকে জেলা ডিবির একটি দল গ্রেপ্তার করে।

আজ ৩ আগস্ট সুমনকে আদালতে পাঠানো হয়েছে।