গ্রেপ্তার কয়েকজন মাদক কারবারি। ছবি : কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গত ২৪ ঘণ্টার অভিযানে সাতজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। ওই সময় জব্দ করা হয় ৪০০টি ইয়াবা বড়ি, ৮ বোতল ফেনসিডিল ও ৩৫০ গ্রাম গাঁজা।

কেএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে শনিবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন মো. রানা বয়াতী (২৫), তিনি পিরোজপুরের নাজিরপুর থানার চিতলিয়া গাঙ্গেরআগা এলাকার বাসিন্দা। মো. দেলোয়ার সরকার (২৫) ও মো. মামুন শেখ (৩০), তাঁরা খুলনার হরিণটানা থানার গল্লামারী ইসলামনগর এলাকার বাসিন্দা। মো. বিল্লাল শেখ (৩৫), তিনি খালিশপুর থানার উত্তর কাশিপুর তেঁতুলতলা মোড়ে বাস করেন। মো. আল ইমরান সাদিক রাজু (২৫), তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার নওয়াবেকী মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। নুরুল ইসলাম তপু (২২), তিনি খুলনার রেলওয়ে গার্ড কলোনি এলাকার বাসিন্দা। মো. আব্দুল হাই (৪২), তিনি হরিণটানা এলাকার চক মথুরাবাদ এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার মাদক কারবারিদের নামে সংশ্লিষ্ট থানায় পাঁচটি মাদক মামলা হয়েছে।