পুলিশি হেফাজতে অবৈধ জাল। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ২৫ লাখ ৫১ হাজার ১০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে। এ সময় ১৯০ কেজি মাছ ও ২৩টি ট্রলার জব্দের পাশাপাশি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৯ অক্টোবর) নৌ পুলিশ জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে এসব জাল, মাছ ও ট্রলার জব্দ করা হয়।

জব্দ করা জালের আনুমানিক দাম ৭ কোটি ৬৫ লাখ ৩৩ হাজার টাকা এবং মাছের দাম ৫৭ হাজার টাকা।

পরে এসব জাল আগুনে পুড়িয়ে এবং ট্রলার নদীতে ডুবিয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে আটক ১২ জনের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।