ভোলার পূর্ব ইলিশা সদর নৌ থানার অভিযানে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ছবি: পুলিশ নিউজ

ভোলার পূর্ব ইলিশা সদর নৌ থানার অভিযানে ২৫ লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।

মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় একাধিক শিফটে অবৈধ জালবিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ২৫ লাখ ২০ হাজার ৪০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭ কোটি ৫৬ লাখ ১২ হাজার টাকা।

উদ্ধারকৃত ১৪৫ কেজি ইলিশ মাছের আনুমানিক মূল্য ৪৩ হাজার ৫০০ টাকা।

অভিযানকালে আটক চারজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছগুলো অসহায়দের মধ্যে বণ্টন করা হয়।

জব্দকৃত আটটি নৌকা ও চারটি ট্রলার পানিতে ডুবিয়ে দেওয়া হয়।