নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ছবি : ডিএমপি

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মসূচি পালিত হবে। কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

নিরাপত্তা সংক্রান্ত দিকনির্দেশনা দিচ্ছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার) পিপিএম (বার)। ছবি : ডিএমপি

ডিএমপি জানায়, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে শনিবার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাডিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার) পিপিএম (বার)।

নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে এ সময় তিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অন্য নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাডিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে পুলিশ। ছবি :ডিএমপি

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। এ ঘটনায় নিহত হন ২৪ জন। আহত হন আওয়ামী লীগের কয়েকশ নেতা-কর্মী।