২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে।

আজ সোমবার সংসদ সদস্যরা অর্থমন্ত্রীর আনা নির্দিষ্টকরণ আইন ২০২৩-এ সমর্থন দিলে বাজেট পাসের আনুষ্ঠানিকতা শেষ হয়।খবর ইন্ডিপেনডেন্ট অনলাইনের ।

বর্তমান সরকারের চলতি মেয়াদের শেষ বাজেট ১ জুলাই থেকে কার্যকর হবে।

এর আগে রোববার অর্থবিল পাসের মাধ্যমে আয়কর রিটার্নে ন্যূনতম ২০০০ টাকা দেওয়া, বল পয়েন্টে আরও ১০ শতাংশ ভ্যাট আদায়ের প্রস্তাব বাতিলসহ কর কাঠামোতে কয়েকটি পরিবর্তন অনুমোদন দেয় সংসদ।

সোমবার সকালে বাজেট অধিবেশনে বিভিন্ন খাতে মঞ্জুরী ও বরাদ্দের দাবি করা হয়। ৫৯টি দপ্তর ও বিভাগের জন্য, নতুন অর্থবছরে কত টাকা দরকার, সেই দাবি তুলে ধরেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। এতে ৫০২টি ছাঁটাই প্রস্তাব আসে। যার সবগুলোই নাকচ হয়ে যায় সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে।

এরপর নতুন অর্থবছরে সরকারের টাকা খরচ করার অনুমোদন চেয়ে নির্দিষ্টকরণ বিল ২০২৩ সংসদে তোলেন অর্থমন্ত্রী।

এবার রাজস্ব আয় ধরা হয়েছে ৫ লাখ কোটি টাকা। সেই হিসেবে ঘাটতি থাকছে ২ লাখ ৬১ হাজার কোটি টাকা।