মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম। ছবি: বাংলাদেশ পুলিশ

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনী ও চানন্দী ইউনিয়ন পরিষদে ১৭ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২ জুন) মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের আওতাধীন আয়েশা আলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রার্থী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভা করছে নোয়াখালী জেলা পুলিশ।

মতবিনিময় সভায় অংশ নেওয়া প্রার্থী ও জনগণের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম।

পুলিশ সুপার বলেন, ’আপনারা বিবেকের কাছে প্রশ্ন করুন। যতদিন বাঁচবেন মানুষের জন্য কাজ করে যান। দীর্ঘদিন বিরোধের কারণে নির্বাচন হচ্ছে না। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় সবার মাঝে আনন্দ বিরাজ করছে। আনন্দঘন পরিবেশ বিঘ্নিত না করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।’