শার্শা থানা-পুলিশের হেফাজতে জব্দ ফেনসিডিল। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোরের শার্শা থানার মান্দারতলা গ্রামে এক মাদক কারবারির ভ্যানগাড়ি থেকে ১৭৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে ওই গ্রামের নির্মাণাধীন ঈদগাহ মাঠের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, শার্শা থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন মাদক কারবারি ভ্যানগাড়িতে ফেনসিডিল নিয়ে বেনাপোল পোর্ট থানা থেকে শার্শা থানার মান্দারতলা গ্রাম হয়ে যশোর যাবে। পরে শার্শা থানার এসআই সলিমুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মান্দারতলা গ্রামে চেকপোস্ট স্থাপন করে তাঁকে থামার সংকেত দিলে তিনি পালিয়ে যান।

পরে ব্যাটারিচালিত ভ্যানগাড়ি থেকে থানা-পুলিশ চটের বস্তাবোঝাই ১৭৫ বোতল ফেনসিডিল জব্দ করে। এ সময় স্থানীয়রা ওই মাদক কারবারিকে চিনতে পারেন।

পলাতক মাদক কারবারি হলেন বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি এলাকার মালেক গাজীর ছেলে দুলাল হোসেন (২২)। তাঁর বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।