পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা আগ্নেয়াস্ত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা নারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাঁর কাছ থেকে তিনটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক ও পাঁচটি গুলি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-৪-এর মেইন ব্লক-সি, সাব ব্লক-সি/৫ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি ইয়াছমিন আরা (২৭) ওই ক্যাম্পের আনসার উল্লাহর স্ত্রী।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, অভিযানের সময় পুলিশের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।