মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম।

দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ১৩ হাজার রান ক্লাবের সদস্য হলেন মুশফিক।

এর আগে এই ক্লাবের সদস্য হয়েছেন তামিম ইকবাল। খবর বাসসের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানের ইনিংস খেলেন মুশফিক। এই ইনিংসের সুবাদে তিন ফরম্যাট মিলিয়ে ৪০৬ ম্যাচে মুশির রান গিয়ে পৌঁছায় ১৩ হাজারে।

৭৮ টেস্টে ৪ হাজার ৮৭৩, ২২৯ ওয়ানডেতে ৬ হাজার ৬৭০ ও ৯৯টি টি-টোয়েন্টিতে ১ হজার ৪৬৫ রান আছে মুশফিকের।

বাংলাদেশের পক্ষে এই তালিকায় সবার ওপরে তামিম। ৩৫৯ ম্যাচে ১৪ হাজার ১৭৫ রান আছে তামিমের। মুশফিক এখন দ্বিতীয় স্থানে। ৩৭০ ম্যাচে ১২ হাজার ৫৫৩ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান।

তিন ফরম্যাট মিলিয়ে তামিম-মুশফিক ও সাকিবই ১০ হাজারের বেশি রান করেছেন। তাঁদের পর এই তালিকায় ১০ হাজার স্পর্শ করার সম্ভাবনা আছে মাহমুদুল্লাহ রিয়াদের। এখন পর্যন্ত ৩৬৫ ম্যাচে ৯ হাজার ৩৬৮ রান করেছেন মাহমুদুল্লাহ।