পুলিশি হেফাজতে দুই আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

চুরির মাত্র ১২ ঘণ্টার মধ্যে দুই চোরকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী সদর থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়।

রোববার (৯ অক্টোবর) ভোরে পটুয়াখালী থানাধীন কাঠপট্টি এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. আল আমিন সিকদার (২৬) ও মো. শাকিল প্যাদা (২৮)। তাঁদের বাড়ি পটুয়াখালী পৌরসভার কাঠপট্টি এলাকায়। আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন।

উদ্ধার করা টাকা ও স্বর্ণালংকার। ছবি : বাংলাদেশ পুলিশ

পুলিশ জানায়, শনিবার মুসলিমপাড়ার বাসিন্দা মো. মনজুর মোর্শেদ তুহিনের (৩৬) বাড়ির তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামিরা রড দিয়ে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরায় তাঁদের ঘোরাঘুরি করতে দেখা যায়।

পুলিশ জানায়, তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।